শিক্ষা সফর - ২০১৮
12:00 AM to 12:00 AM
আলোকিত মানুষ সমাজের অমূল্য সম্পদ। প্রকৃত শিক্ষাই পারে আলোকিত মানুষ তৈরি করতে। আর সঠিক শিক্ষার জন্য চাই দক্ষ আন্তরিক শিক্ষক,মানসম্পন্ন শিক্ষা উপকরণ। আধুনিক শিক্ষা প্রদানের জন্য টাঙ্গাইল আইডিয়াল ক্যাডেট স্কুল প্রতিশ্রুতি বদ্ধ।
স্বার্থক শিক্ষার্থী গঠনের মূল ভূমিকা রাখে একজন অভিবাবক। একজন অভিবাবক তার সন্তানকে যদি সুন্দর সুশৃঙ্খল শিক্ষাঙ্গনে উপস্থাপন করেন তাহলে সেই সন্তানটি অবশ্যই শিক্ষাক্ষেত্রে সফলতা বয়ে আনবে, হোক সে নিম্মমানের কিংবা মধ্যম ধরনের। অভিবাবকদের লক্ষ্য রাখতে হবে শিক্ষার্থী নিয়মিত স্কুল অনুসরন করে কিনা, স্কুল এর শিক্ষকবৃন্দ নিয়মিত পাঠদান করাচ্ছে কিনা। এ বিষয়ে শিক্ষকমন্ডলির সাথে মত বিনিময় করা অত্যাবশ্যক।
ক্যাডেট কলেজে চূড়ান্তভাবে চান্স পাওয়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের ইংরেজী ও গনিত ভিত্তি মজবুত করাই আমাদের কাজ।
শুধুমাত্র শাস্তি বা শাসন নহে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে শিক্ষার্থীদের নিজ পাঠের প্রতি আগ্রহ তৈরি করা।
সর্বোপরি দূর্বল শিক্ষার্থীদের অধিকতর অগ্রসর এবং মেধাসম্পন্নদের সর্বোচ্চ সাফল্য পৌছানোই আমাদের মূল লক্ষ্য।