Important Notice
আমাদের বিদ্যালয়ের প্লে শ্রেণীর ছাত্র মোঃ রাসেল ইসলাম, রোল ২৫। গতকাল বিকালে পানিতে ডুবে আমাদের ছেড়ে পরলোক গমন করেছে। ইন্না নিল্লাহি, ওয়া ইন্না নিল্লাহি রাজিউন। আমরা শোকাহত। || আগামী ১৮/০৮/২০১৮ইং তারিখ, রোজ: শনিবার থেকে ২৮/০৮/১৮ তারিখ রোজ: মঙ্গলবার পর্যন্ত ‘পবিত্র ঈদুল আজহা’ উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকবে।২৯/০৮/২০১৮ইং তারখি রোজ: বুধবার হতে বিদ্যালয়ের সকল কার্যক্রম যথারিতী অব্যাহত থাকবে। || টাঙ্গাইল আইডিয়াল ক্যাডেট স্কুলের সকল ছাত্র-ছাত্রী ও অভিবাবকদের পাবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন‘’ ঈদ মোবারক’’ || 2019 সালে সকল বিভাগে, প্লে থেকে ৯ম শ্রেণতে ভর্তি চলছে। Admission Going On, Play to Nine All Group ||

Welcome To Tangail Ideal Cadet School

Play, Learn and Grow Together

আলোকিত মানুষ সমাজের অমূল্য সম্পদ। প্রকৃত শিক্ষাই পারে আলোকিত মানুষ তৈরি করতে। আর সঠিক শিক্ষার জন্য চাই দক্ষ আন্তরিক শিক্ষক,মানসম্পন্ন শিক্ষা উপকরণ। আধুনিক শিক্ষা প্রদানের জন্য টাঙ্গাইল আইডিয়াল ক্যাডেট স্কুল প্রতিশ্রুতি বদ্ধ।

স্বার্থক শিক্ষার্থী গঠনের মূল ভূমিকা রাখে একজন অভিবাবক। একজন অভিবাবক তার সন্তানকে যদি সুন্দর সুশৃঙ্খল শিক্ষাঙ্গনে উপস্থাপন করেন তাহলে সেই সন্তানটি অবশ্যই শিক্ষাক্ষেত্রে সফলতা বয়ে আনবে, হোক সে নিম্মমানের কিংবা মধ্যম ধরনের। অভিবাবকদের লক্ষ্য রাখতে হবে শিক্ষার্থী নিয়মিত স্কুল অনুসরন করে কিনা, স্কুল এর শিক্ষকবৃন্দ নিয়মিত পাঠদান করাচ্ছে কিনা। এ বিষয়ে শিক্ষকমন্ডলির সাথে মত বিনিময় করা অত্যাবশ্যক।

Why Choose Tangail Ideal Cadet School?


ক্যাডেট কলেজে চূড়ান্তভাবে চান্স পাওয়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের ইংরেজী ও গনিত ভিত্তি মজবুত করাই আমাদের কাজ।

শুধুমাত্র শাস্তি বা শাসন নহে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে শিক্ষার্থীদের নিজ পাঠের প্রতি আগ্রহ তৈরি করা।

সর্বোপরি দূর্বল শিক্ষার্থীদের অধিকতর অগ্রসর এবং মেধাসম্পন্নদের সর্বোচ্চ সাফল্য পৌছানোই আমাদের মূল লক্ষ্য।

 

 1. সর্বাধুনিক শিক্ষা েব্যবস্থার মডেল অনুযায়ী পরিচালিত।
 2. প্রতিটি শ্রেণীতে আসন সংখ্যা সীমিত।
 3. অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত।
 4. সাপ্তাহিক ফিকশ্চার অনুযাযী পাঠদান এবং ক্লাসের পড়া ক্লাশেই আদায়।
 5. নিরিবিলি ও মনোরোম পরিবেশে পাঠদান।
 6. প্রতি বিষয়ে সাপ্তাহিক ও মাসিক মূল্যায়ন পরিক্ষা।
 7. দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের বিশেষ সুযোগ-সুবিধা।
 8. নিরপেক্ষ পরীক্ষা গ্রহন ও মেধাভিত্তিক পুরুস্কার প্রদান।
 9. দুর্বল ছাত্র/ছাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থায় পাঠদান।
 10. অনুপস্থিত ছাত্র/ছাত্রীদের অভিবাবকদের সাথে তাৎক্ষণিক যোগাযোগ।
 11. জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ যথাযথ মর্যাাদায় পালনের ব্যবস্থা।

 

 

Our Teachers